প্রতিনিধি
আমি কবি নই, গল্পকার নই,
খুশি হব যদি কোনো দিন পরিচিত হই,
মানব হিসেবে. না আমি দার্শনিক
নই. নই কোনো রচয়িতা. ঝিকমিক
করা তারদের দিকে তাকিয়ে থেকে
অবলীলায় বলতে পারি আমি কে?
আমি এক প্রতিনিধি . কার্?
সন্দেহ নেই মনের, আমার.
সত্যি আমি মনের প্রতিনিধি...
আমার লেখাই আমার বিধি.
মনের অবস্থার আবর্তন, বিবর্তন , পরিবর্তন.
ফোটায় আমার লেখনি,
আর ডায়রির সাদা পাতা, যারা নিত্য সঙ্গিনী .
আমার লেখা, কবিতা নয়
যদি ও তা ছন্দবদ্ধ হয়
তবুও ওগুলি শুধুই ভাষা.
মনের মৃদুমন্দ আন্দোলন আর ভালবাসা.
- Sourav Bag
আমি কবি নই, গল্পকার নই,
খুশি হব যদি কোনো দিন পরিচিত হই,
মানব হিসেবে. না আমি দার্শনিক
নই. নই কোনো রচয়িতা. ঝিকমিক
করা তারদের দিকে তাকিয়ে থেকে
অবলীলায় বলতে পারি আমি কে?
আমি এক প্রতিনিধি . কার্?
সন্দেহ নেই মনের, আমার.
সত্যি আমি মনের প্রতিনিধি...
আমার লেখাই আমার বিধি.
মনের অবস্থার আবর্তন, বিবর্তন , পরিবর্তন.
ফোটায় আমার লেখনি,
আর ডায়রির সাদা পাতা, যারা নিত্য সঙ্গিনী .
আমার লেখা, কবিতা নয়
যদি ও তা ছন্দবদ্ধ হয়
তবুও ওগুলি শুধুই ভাষা.
মনের মৃদুমন্দ আন্দোলন আর ভালবাসা.
- Sourav Bag
No comments:
Post a Comment