মন আজ আনন্দে মাতোয়ারা,
যখন জীবন আজ জীবনের দ্বারে..
যতই মনে ভাবি জীবনকে ছুঁয়ে দেখবো,
ছুঁতে গেলেই উধাও প্রজাপতির মতো,
তবুও যেন আজ সময়ের ছবিতে
পড়েছে ধরা এক আলোর রামধনু..
সাত টি রঙের মেলায় হারিয়ে যেতে চাই..
পৃথিবী আজ বড়ই রঙিন তোমার জন্য তাই..!!
মন সাগরে ওঠে কেমন উতল করা ঢেউ..
আছড়ে পরে দেখছে যেন কাকে..!!
কোথায় যেন হৃদয় তুলির টানে,
আঁকছে মন ভাঙ্গা গড়ার খেলা..!!
উঠছে জেগে সে এক ভীষণ ব্যথা..
ঢেউএর তালে আনন্দ যায় চলে..
দেখতে পেলাম দুঃক্ষ বালির চড়া..!!
~~~~~~ Nandini
No comments:
Post a Comment