Saturday, 23 April 2011

সব পেলে নষ্ট জীবন

সব পেলে নষ্ট জীবন

1

এখন আমার সুর্যমুখী বেলা
চোখের তারায় দুপুর গড়ায় হেসে
স্মৃতির কিছু মেঘ ছিলো বুক জুড়ে
বিকেল হলেই বৃষ্টি এসে মেশে।

জড়িয়ে ছিলাম তোমায় পাতায় ডালে
বুকের কোনায় রাখছিলে সব ঘৃণা
ভালোবাসায় গরল মাখামাখি
ছোবল জুড়ে তরল বিষের ফেনা।

তোমায় ঘিরে কাটছে যত মায়া
শীত ঘুমেতে কাতর দুটি পা
অঙ্গীকারের শিকল আমার ঘরে
বুকে হাঁটা তবুও থামলো না।

দশ আঙুলে তোমার মাথার চুলে
নির্জনতায় অনেক কথা বাকি
তোমার আমার দেওয়াল পরস্পর
জীবনটা কি এত বড়ই ফাঁকি?

2

চাঁদ তুমি
খড় কুটো খুঁজে পেলে
একটু আগুন দিও জ্বেলে
তোমার কলঙ্ক রেখার পাশে
শোব আমি
চিতা নিভে গেলে ।।


~~~~~~ Suvendu Debnath

No comments:

Post a Comment