Saturday, 23 April 2011

হালখাতা

হালখাতা

চোখের জলে ভিজছে উঠোন

পড়েনি তাতে ন্যাতা,

ছন্দের মাঝে ব্যস্ত রেখেছি

নিজের জীবনের হালখাতা।

সময়ে সময়ে মলিন হয়েছে

কখনও হয়েছে ছিন্ন।

পাতায় পাতায় আছে প্রমান

তুমি আমি অভিন্ন।

একটা কাগজ একটু কালি

দুঃখের মাঝে যথেষ্ট

আধুনিকতার মাঝে বেমানান

আমি অল্পেই তুষ্ট।

ইষ্ট দেবতা সহায় হয়েছে

লিখনে দিয়েছে ছন্দ।

মহাবিশ্বে তাই আর খুঁজিনে,

না চাইতেই পাই আনন্দ।

পরিবেশ আমায় সহাস্য হেসে

বাড়িয়ে দিয়েছে শক্তি

বাবা-মা আমার প্রেরনা প্রধান

তুমি আমার যুক্তি।

হালখাতা আজ পুরনো হয়েছে

ঘুণে খেয়েছে কিছু পাতা,

ভালবাসা তবু রয়ে গেছে;

নিয়ে আমাদের কথা।। 
 
~~~~~~~ Sourav Bag

No comments:

Post a Comment