এ যুগের নকশাল
যুদ্ধ আর নেই...
দেখো ফর্সা সকাল;
কেটে গেছে বারুদের গন্ধে ভরা
কত অভিশপ্ত বৈকাল।
তবু ঐ লোকতাকেই খুঁজি আজও
হাতে নিয়ে পিস্তল,
বুকে জমে থাকা বেদনা
আর চোখে ঘৃণার হলাহল।
আমার চেতনা উঠছে জেগে হয়ে পুর্ব অরুনেতে লাল;
আমি এ যুগের নকশাল।
দোষ ছিল না কিছু...
শুধু দেখে যাওয়া দিন;
ঘরের সামনে ধুলায় লুটায়
তাঁর শবদেহটা মলিন।
মাথার উপরে শকুনির চোখ
মনে যৌনক্ষুধা,লাজ,ভয়।
সে রক্তের দাগ ফিকে হয়নি আজও
বুকে জমে প্রত্যয়।
বদলার দিন আসবে আসবেই ধরব তার হাল;
আমি এ যুগের নকশাল।
দেখো ফর্সা সকাল;
কেটে গেছে বারুদের গন্ধে ভরা
কত অভিশপ্ত বৈকাল।
তবু ঐ লোকতাকেই খুঁজি আজও
হাতে নিয়ে পিস্তল,
বুকে জমে থাকা বেদনা
আর চোখে ঘৃণার হলাহল।
আমার চেতনা উঠছে জেগে হয়ে পুর্ব অরুনেতে লাল;
আমি এ যুগের নকশাল।
দোষ ছিল না কিছু...
শুধু দেখে যাওয়া দিন;
ঘরের সামনে ধুলায় লুটায়
তাঁর শবদেহটা মলিন।
মাথার উপরে শকুনির চোখ
মনে যৌনক্ষুধা,লাজ,ভয়।
সে রক্তের দাগ ফিকে হয়নি আজও
বুকে জমে প্রত্যয়।
বদলার দিন আসবে আসবেই ধরব তার হাল;
আমি এ যুগের নকশাল।
~~~~ Sourav Bag
No comments:
Post a Comment