Saturday, 23 April 2011

জানা নেই

জানা নেই

মানুষ কে? ... কারা?
মানুষের পরিচয় কিভাবে যায় বুঝতে পারা?
জানা নেই ...
আমার পাশে দাঁড়িয়েই
যে মানুষটা আমার ভরসায় যোগাচ্ছিল তাল
সেই মিছরির ছুরি বসাতে পারে কাল।
মানুষকে বিশ্বাস করার প্রবল প্রচেষ্টা
অবিশ্বাসের ঝোড়ো হাওয়ায় নির্বাপিত।
বিশ্বাসও কারোর প্রতি ভরসা করেনা
এরই জন্য অকালে প্রান ঝড়ে শতশত।
আমার কাছের বন্ধুই হয়ত প্রকাশ করবে
আমার দুর্বলতা;
তাহলে কাকে বিশ্বাস করে বলব প্রানের কথা?
ভালবাসার মানুষ? সেও তার মন
শর্তসাপেক্ষে প্রেমিক কে করে প্রেরন।
মানসিকতা নয়, রূপ-অর্থই সেই
লেনদেনের মূলধন!
ভুল হল কি! জানা নেই...! 
 
~~~~ Sourav Bag

No comments:

Post a Comment