Saturday 23 April 2011

ছুটির দিনের কাজ

বলছি আজকে উচ্চকন্ঠে ছেড়ে সকল লাজ ,
প্রাত্যহিক দিনের কথা ছুটির দিনের কাজ ।
কুজনেতে উঠি জেগে যখন সাড়ে ছয়
দেরী হলেও হতে পারে, তাবে তার আগেতে নয় ।
মুখ-হাত ধুয়ে রয়ে সয়ে প্রাতরাশ সেরে
পড়ার জন্য বই এর খোঁজ চলবে তেড়ে-ফুঁড়ে ।
টেবিলেতে বই এর পাহাড় , সম্মুখেতে আমি
পড়ব কোন্ টি আগে-পরে ভাবতে ভাবতে ঘামি ।
এর মাঝেতে খবরের কাগজ , অন্য দিকে মন
বাতাস ওল্টায় বই এর পাতা ; আমি যখন তখন ।
তারি মাঝে ঘড়ির কাঁটা বাজায় দেখি সাড়ে ন’টা !
মায়ের ডাকে তখন আবার চলে খাবার ঘটা ।
টিফিন সেরে দশটা নাগাদ পড়তে যখন বসি
কি পড়ব কোন্ টি যে নয় তা’র হিসেব কষি ।
সকাল থেকে পাঁচ-ছয় বার বাথরুমেতে ছোটা
তার ই পরে শব্দ শুনি বাজছে বারোটা ।
স্নান খাওয়া সেরে নিয়ে দুপুরে লম্বা ঘুম ;
বিকেলে নাইবা পড়ল বেড়াতে যাবার ধুম ,
ছাদে একটু হাঁটাহাঁটি পরে আবার জলযোগ
কেউ মনে হয় করেনি কভু এতো আরাম ভোগ ।
রাতের শেষে শোবার আগে হিসেব করে দেখি
কাজের কাজ হয়নি কিছুই সারাটিদিন ফাঁকি ।।


- Sourav Bag

No comments:

Post a Comment