Saturday 23 April 2011

নামের সার্থকতা

কৃ্ষ্ণকজ্জ্বোল মেঘরাজি আবৃত আকাশ
আর দমবদ্ধকর গুমোট বাতাস।
অস্বস্থি নিয়ে থমকে আছে চারিদিক।
এগিয়ে চলেছি আমি – এক পারাজিত সৈনিক।
বারংবার ভুল মোড়ে হারিয়েছি পথ;
জীবনের আদর্শ থামিয়েছে আমার জয়রথ।
লড়াই এ ক্লান্ত রিক্ত নিঃস্ব হয়েছি আমি।
তবু ভুল ছিল না লক্ষ্যে জানেন অন্তর্যামি।
আজ আর রাস্তা পাই না খুঁজে।
বক্ষ হয়েছে ছিন্নভিন্ন ভালবাসার কার্তুজে।
আপন করেছি যাদের তারা হয়েছে পর –
তোমরা থেক অশান্তিতে, আমি হলাম যাযাবর!
আজ থেকে ছাড়লাম – স্বপ্ন-সত্য-সরলতা!
এখন শুধুই খুঁজে ফিরি নিজ নামের সার্থকতা।।

No comments:

Post a Comment