Saturday 23 April 2011

জীবন দর্শন

বলছে সবাই, শুনছি আমি, “জীবন টা হল Race”
পালটে যাচ্ছে চলন-বলন, পালটে যাচ্ছে Dress
সবাই চলে টাকার পিছে
ভাল-মন্দ সবই মিছে
ছুটছে সবাই – কেউ জানেনা কোথায় এটার শেষ।

আমাদের ছাত্রজীবন – ভবিষ্যতের কান্ডারী।
Elevator-এও দৌড়চ্ছে ধরতে স্বপ্নের সিঁড়ি।
কমে গেছে আজ ভালবাসা-টান
পড়ে আছে শুধু মান-আভিমান!
সাগর সরিয়ে ওঠাতে যে হবে নতুন আর এক ‘হিমগিরি’।

‘ঘুষখোর’ বলে গালি দাও কাকে? দেখ নিজেকে দর্পনে।
লাজ-লজ্জা ভুলতে বসেছি যৌনতার তর্পনে।
বাবা-মা এ রাও বদলেছে আজ
কম নম্বরে ঘরে পড়ে বাজ!
হেরে যাবে তুমি দাঁড়িয়ে পড়লে হৃদয়ের কোন দংশনে।

- সৌরভ বাগ

No comments:

Post a Comment